মাত্র ৪৫০০ টাকায় বগুড়া থেকে সাজেক ট্যূর

তারিখঃ  ০০ – ০০ মার্চ , ২০২০ ( আসা যাওয়া ২ রাত, সাজেক থাকা ১ রাত)

🚍যাত্রার তারিখ:
০০ মার্চ, ২০২০ রাত ১১ টা
স্থানঃ ( সাতমাথা, বগুড়া) 🕘

🚌ফেরার তারিখ:
১৪ মার্চ, ২০২০ রাত ০৯:৩০ টা
( সাতমাথা, বগুড়া) 🕘
================================

👤জনপ্রতি প্যাকেজ প্রাইজঃ
_______________________________________
৪৫০০/- ননএসি বাস( কাপলদের ক্ষেত্রে জনপ্রতি ৫০০ টাকা যোগ হবে)
=====================

***ইভেন্ট প্লান:

🔊 প্রথম দিনঃ ১২ মার্চ ( বৃহস্পতিবার ) রাত ১১ টায় রওনা দিবো।

🔊 দ্বিতীয় দিনঃ ১৩ মার্চ ( শুক্রবার ) ভোরে খাগড়াছড়ি পৌছেই হোটেলে ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেয়ে রিজার্ভ চান্দের গাড়ি করে সাজেকের উদ্দেশ্যে যাত্রা। যাত্রাপথে হাজাছড়া ঝর্না ( যদি প্রবেশের অনুমতি থাকে) পরখ করে সাজেক (রুইলুই পাড়া) পোঁছাবো, বেলা ১.০০ নাগাদ রিসোর্টে চেক-ইন। দুপুরের খাবারের পর রুইলুই পাড়া থেকে কংলাক যাত্রা। সূর্যাস্ত 🌄 দেখবো হেলিপ্যাডে এসে। রাতে বারবিকিউ ডিনার, গানের আড্ডা।

🔊 তৃতীয় দিনঃ ১৪ মার্চ (শনিবার) খুব ভোরে উঠে সাজেকের হেলিপ্যাডে গিয়ে সূর্য উদয় 🌅 দেখবো। ফিরে এসে সকালের নাস্তার পর ১০ টায় সাজেক ত্যাগ। এরপর খাগড়াছড়িতে বেলা ১টা দুপুরের খাবারের পর জেলা পরিষদের ঝুলন্ত ব্রীজ, রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা ঘুরে রাত ৯:৩০ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা।
================================

★★★যেসব স্থানে আমরা ঘুরবোঃ

* সাজেক
* রুইলুই পাড়া সম্পূর্ণ
* কংলাক পাড়া সর্বোচ্চ চূড়া
* স্টোন গার্ডেন ( এন্ট্রি ফি ব্যক্তিগত)
* রিসাং ঝর্ণা
* আলুটিলা গুহা
* জেলা পরিষদ পার্ক, ঝুলন্ত ব্রিজ এবং সম্ভব হলে খাগড়াছড়ি শহরস্থ স্থান।
================================

⛰️ ভ্রমনে যা যা থাকছেঃ

★★★ ফ্রী ফটোগ্রাফি। 📸📷

১। ঢাকা টু খাগড়াছড়ি আপডাউন টিকিট
২। প্রত্যেকটি রুম এটাচ বাথ বিশিষ্ট এবং রুমে দুইটি বড় খাট থাকবে, ৪ জন করে অবস্থান করবেন! 🏡🏡

৩। কাপলদের জন্য এটাচ বাথ বিশিষ্ট রুম। 🏠

৫। প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার ( ৬ বেলা) 🍱🍱🍱
৬। অভ্যন্তরীন পরিবহনের জন্য দুই দিনের জন্য চান্দের গাড়ি।🚙🚙

৮। সাজেক, আলুটিলায়, জেলা পরিষদ পার্কে এন্ট্রি টিকিট।

৯। দক্ষ গাইড সার্ভিস, নিরপত্তা এবং উন্নত সেবা।

===============================

🚫 ভ্রমণে যা যা থাকছে নাঃ

১। কোন ব্যক্তিগত খরচ।
২। যাত্রা বিরতিতে খাবার।
৩। মিনারেল ওয়াটার এর খরচ।

=================================

📣📣📣ভ্রমণে যা সাথে নেওয়া উচিতঃ

★★★ ১। রবি, টেলিটক, এয়ারটেল সিম অবশ্যই নিয়ে আসতে হবে। ( সাজেক ভ্যালিতে অন্য কোন সিমের নেটওয়ার্ক নেই)

★★★২। শীতের কাপড়।🧥🧥
★★★৩। পাওয়ার ব্যাংক। ( সাজেক ভ্যালিতে ইলেকট্রিসিটি নেই সেখানে জেনারেটরের সময় ভিত্তিক দেওয়া হয়)

৪। একান্ত ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্যাদি।
৫। মশার কামড় থেকে বাঁচার জন্য Odomos ক্রিম।
৬। টর্চ লাইট। 🔦🔦
৭। গ্লুকোজ / সেলাইন, অবশ্যই পানির বোতল।
৮। গামছা, ক্যাপ না হ্যাট নিবেন.। 🧢🧢
৯। সানগ্লাস, সান ক্রিম (ত্বক সচেতনতা)🕶️🕶️
১০। টুথপেস্ট-ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ।

====================

যোগাযোগঃ পদ্মা রেন্ট এ কার
বাংলাদেশ ব্যাংকের সামনে, শেরপুর রোড, বগুড়া
০১৭১৩৭৬৮৫১০, ০১৭১১৩৬৮৬২৪
rana368624@gmail.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *